মাদকের থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে মরহুম মহসিন সরকারের স্মৃতিস্মরণে অনুষ্ঠিত হলো ঘোড়াদৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে গ্রামে তৈরি হয়েছে উৎসবের আমেজ। খেলা দেখতে পেরে খুশি দর্শকরা।
উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আয়োজনে দক্ষিণ ধলাপাড়া এলাকাবাসীর আয়োজনে বল্লার বিল মাঠ প্রাঙ্গণে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার প্রতিযোগী অংশগ্রহণ করেন।
৫ ক্যাটাগরিতে দেশের বিভিন্ন যায়গা থেকে দাপুটে ও কদমের জন্য বেশকিছু ঘোড়া অংশগ্রহন করে।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আরিফ হোসেন, ধলাপাড়া ইউনিয়ন আ'লীগের সভাপতি ফজলুল হক মাস্টার, যুবলীগ নেতা শাহিন খান প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মুহুর্তেই হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হয়ে যায় মাঠের চারোপাশ।
বিডি প্রতিদিন/এএম