কুড়িগ্রামে বুধবার সকাল থেকে মেঘলা আকাশ ও হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুদিন যাবত জেলার তাপমাত্রা নতুন করে ফের কমতে শুরু করেছে। সাথে জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে দেখা যায়। ভোর থেকে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া বইতে থাকায় জনসাধারণের কষ্ট বেড়েই চলেছে। বুধবার দিনভর সুর্যের মুখ দেখা না যাওয়ায় ঠান্ডার প্রকোপ মারাত্মক বেড়ে যায়।
জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে মঙ্গলবার সকালে তাপমাত্রা আরো কম ছিল।
এদিকে,অতিরিক্ত ঠান্ডায় এ অঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে।ত বে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে শিশু ও বৃদ্ধরা। সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে অধিকাংশ যান চলাচল করে। এছাড়াও জেলার জেনারেল হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী যাদের অধিকাংশই শিশু। এসব শিশুর বেশির ভাগ ডায়রিয়া,সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত।
বিডি প্রতিদিন/এএম