জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজে চার দিনব্যাপী ১৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল গনি।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও কলেজের শিক্ষকরা।
ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি হাউসের মোট ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে বড় ও ছোট এই দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
সুলতানা রাজিয়া হাউজ চ্যাম্পিয়ন ও বীর প্রতিক সিতারা হাউজ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/কালাম