ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সাড়ে চারটায় তজুমদ্দিনের চৌমুহনী ঘাটের উত্তর পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক।
পুলিশ জানায়, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি চৌমুহনী ঘাটের উত্তর পাশের মেঘনা নদীর শহর রক্ষা বাধের সাথে আটকা পড়ে। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জির উপরে কালো কটি রয়েছে। উদ্ধারকৃত লাশটি ৩-৪ দিন আগের হতে পারে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মধ্যে হতে পারে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম