সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মাঝে আটকা পড়েছে কর্ণফুলী নামক একটি জাহাজ। জাহাজটি ৪০০ জনের মতো যাত্রী রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরের মাঝখানে রয়েছে।
সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করে ট্যুর অপারেটর সদস্য কাজল আহমদ বলেছেন, সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় জাহাজের ইঞ্জিল বন্ধ হয়ে যায়। তখন জাহাজের নাবিক আমাদের বার্তা পাঠান তারা সমুদ্রের মাঝে আটকে গেছেন। সঙ্গে সঙ্গে আমরা এ খবরটি চারদিকে ছড়িয়ে দেই। সেইসঙ্গে আমাদের ট্যুর অপারেটর থেকে যাত্রীদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি উদ্ধার করার জন্য একটি টিম পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ