টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটা কেন্দ্রে ৮ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যও রয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৫ জন ও সাধারণ সদস্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ভোট কেন্দ্রে ২৪ হাজার ৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, এই ইউনিয়ন দ্বিতীয় ধাপের ছিল। কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করেছিল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আবু জাফর