নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দু’ব্যক্তি হলেন- লোহাগড়া পৌরসভার পোষ্ট অফিস পাড়ার হিরু ভূঁইয়ার ছেলে মশিয়ার রহমান ভূঁইয়া (৪৪) ও উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের হাসান পারভেজ (৪৫)। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লোহাগড়া-কালনা সড়কের কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একটি মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহাগড়া এমএ হক কারিগরি কলেজের সামনে লোহাগড়া-কালনা সড়কের পার্শ্বে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসান পারভেজ মারা যান। গুরুতর অপর আরোহী মশিয়ার রহমানকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এএম