মেহেরপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের সরকারি উচ্চবালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান প্রমুখ। এছাড়াও মুজিবনগর ও গাংনী উপজেলাতে কম্বল বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন