কুষ্টিয়ায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা তিনটায় দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে কুষ্টিয়া শহরের ইসলামপুর হাজী মফিজ উদ্দিন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
শুভসংঘ কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু প্রধান অতিথি থেকে এ কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর, নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, ইসলামপুর হাজী মফিজ উদ্দিন নূরানী বহুমুখী মাদ্রাসার সভাপতি আব্দুল মালেক, মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান, মাদ্রাসার হেফজ খানার প্রধান শিক্ষক হাফেজ মো: রকিব উদ্দিন, শুভসংঘের সাধারণ সম্পাদিক কাকলী খাতুন, সহ-সভাপতি শম্পা আফরিন, যুগ্ম সম্পাদক শিল্পী সরকার,প্রচার সম্পাদক এসএম জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কুষ্টিয়ায় প্রায় দুই হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। বৃহস্পতিবার কর্মসূচির প্রথম দিন ইসলামপুর হাজী মফিজ উদ্দিন নূরানী বহুমুখী মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০ টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন