রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২০ এবং ২০২১ ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভায় আলোচ্যসূচী মোতাবেক বিগত ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও প্রেসিডেন্ট কর্তৃক বার্ষিক প্রতিবেদন পেশ ছাড়াও প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা এবং তা পাশ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, রংপুর চেম্বারের দরজা সব ব্যবসায়ীর জন্য খোলা। তাদের যে কোন সমস্যা সমাধানে পাশে থাকবে রংপুর চেম্বার। খাতভিত্তিক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও দ্রুত সমাধানে কাজ করবে রংপুর চেম্বারের ২০টি স্ট্যান্ডিং কমিটি। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নানা উদ্যোগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কোভিডকালিন পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও চিকিৎসা এবং খাদ্য সামগ্রী প্রদান ও বিতরণ করেছে রংপুর চেম্বার। এছাড়া তিনি রংপুর বিভাগের উন্নয়ন, ব্যাংকিং খাত, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং সার্কভূক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নতুন বছরে ওয়ার্কশপ/সেমিনার আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বার্ষিক সাধারণ সভার বিভিন্ন পর্বের আলোচনায় অংশগ্রহণ করেন চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, চেম্বারের সাধারণ সদস্য নিত্যরঞ্জন সরকার, শামীম তালুকদার, মোঃ আজিজুল্লাহ, ইউসুফ খান, নাফিছা সুলতানা, সুব্রত সরকার মুকুল, মোঃ মোস্তাফিজুর রহমান বুলু, সুজন চন্দ্র দেবনাথ, আবেদ আলী, সাইফুল আলম, স্বপ্না রানী সেন, আতাউর রহমান, মোঃ তাজুল ইসলাম সরকার, নাসির উদ্দিন খান, খন্দকার আবুল হাসনাত ফখরুল আলম বেঞ্জু, সোহেল মোঃ নূর-ই-এলাহী, মোঃ রাশেদুল ইসলাম সরকার, মোঃ তানবীর হোসেন, মোঃ ফজলুল করিম। তারা প্রত্যেকেই রংপুর চেম্বারের কর্মকান্ডকে আরো বেশি গতিশীল ও ত্বরান্বিত করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ ও প্রস্তাব রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন