দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাপ্পি হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার মাদবপুর বাজার সংলগ্ন আলমপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি হোসেন (২৩) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চগদা গ্রামের মুক্তার মাস্টারের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, বাপ্পি হোসেন দিনাজপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার মাদবপুর বাজার সংলগ্ন আলমপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। নিহত ব্যক্তির লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বড় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম