থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুর শহরে ৬ হাজার পিস ইয়াবাসহ মোঃ সোহাগ রানা (৩০) নামে একজনকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ একজন আটক করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আটককৃত মোঃ সোহাগ রানা (৩০) দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত মোঃ নুর ইসলামের ছেলে।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের মিশন রোডস্থ বিজিবি ক্যাম্পের সামনে রাস্তা সংলগ্ন নিজ বাড়ি হতে ইয়াবাসহ মোঃ সোহাগ রানাকে আটক করা হয়।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান জানান, শুক্রবার সকালে ৬ হাজার পিস ইয়াবাসহ মোঃ সোহাগ রানা (৩০)নামে একজনকে আটক করা হয়েছে। এই অভিযান থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নয়, আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে এবং বিভিন্ন স্থানে অভিযানের প্রস্তুতি রয়েছে।
বিডি প্রতিদিন/এএ