ময়মনসিংহের ভালুকায় "ক্লিন আপ ভালুকা" এর নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস ও তার আশপাশে উক্ত পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্লিন আপ ভালুকার সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তারা ক্লিন আপ বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ। তাদের স্বপ্ন একদিন আমাদের এই দেশটি পরিচ্ছন্ন ও সবুজের সমারোহ হয় উঠবে। তারা সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।
আজকের পরিচ্ছন্নতা অভিযানে সমন্বয়ক (লজিস্টিকস) মোঃ আমিরুল ইসলাম, সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া) সাখাওয়াত হোসেন সুমন, ডেপুটি মডারেটর (ওয়েলকাম মেল) শহিদুল ইসলাম শীতল, মডারেটর (ওয়েলকাম ফিমেল) আফরোজা নিশু বৃষ্টি, মডারেটর (টিম মেল) আবু নাঈম, ডেপুটি মডারেটর (টিম মেল) ইফতেখার আহমেদ অন্তর, মডারেটর (টিম ফিমেল) নুসরাত জাহান রাখি, মডারেটর (লজিস্টিকস) শরিফুল ইসলাম, ডেপুটি মডারেটর (লজিস্টিকস) শিব্বির আহমেদ ত্বকি, মডারেটর (আইটি এন্ড মিডিয়া) নাফিউল হক, ডেপুটি মডারেটর (আইটি এন্ড মিডিয়া) রোমান আহমেদ নকিব, আইটি এন্ড মিডিয়া টিম সদস্য মো. নাঈম হোসাইন, লজিস্টিকস টিমের সদস্য হাসানুর রহমান হাসান সহ ক্লিন আপ ভালুকার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লিন আপ ভালুকার উপজেলা সমন্বয়ক আসাদুজ্জামান সুমন জানান, ভালুকাকে পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহের শুক্রবার ক্লিন আপ ভালুকা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকে, তারা স্বপ্ন দেখেন প্রিয় ভালুকা হবে বাংলাদেশের প্রথম পরিচ্ছন্ন উপজেলা এবং একদিন বাংলাদেশ হবে একটি পরিচ্ছন্ন দেশ।
বিডি প্রতিদিন/এএ