বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা মোড়ে গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ (২৬) ও ৮ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মিনহাজ হোসেন আপেল (২৪)।
বগুড়া সিলিমপুর ও মেডিকেল ফাড়ির ইনচার্জ রাজ্জাকুল ইসলাম গণমাধ্যমকে জানান, নাজমুল হাসান অরেঞ্জ চোখের নিচে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যজনের পেটের পাশ দিয়ে গুলি গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে এলাকাবাসী তথ্য দিয়েছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।
বিডি-প্রতিদিন/আরাফাত/শফিক