বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বিদায় জানানোর সময় এসেছে। দ্রুত বিদায় করতে না পারলে মানুষ শান্তি পাবে না, গণতন্ত্র মুক্তি পাবে না।
রবিবার বিকালে জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে তিনি আরো বলেন, বেগম খালেদ জিয়া খুবই অসুস্থ। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় সকল কর্মসূচিতে রাজপথে থাকার আহ্বান জানান।
জেলা ছাত্রদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামসুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম