টেকনাফ সেন্টমার্টিনদ্বীপে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ার জব্দ করা হয়েছে। তবে গভীর রাতে অন্ধকারের সুযোগে মাদক চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম আবদুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিনদ্বীপ স্টেশন কমান্ডার লে. কমান্ডার আরিফুজ্জামান রনির নেতৃত্বে সেন্টমার্টিনদ্বীপ দক্ষিণপাড়া পুষকাটাবনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাদা রংয়ের ২টি বস্তা হাতে নিয়ে ২ জন লোককে দেখে সন্দেহজনক মনে হলে থামাতে সংকেত দিলে তারা বস্তা দুটি ফেলে দৌঁড়ে গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল বিদেশী মদ (গ্রান্ড রয়েল) এবং ২৯ ক্যান বিদেশী বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত মদ-বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন