ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান মিরাজ হত্যার ঘটনায় মুক্তিযোদ্ধা আকবর আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। এই মামলায় আকবর আলমের ছেলে আতাউর রহমান, নাতি আরমান ও গালিবকে আসামি করা হয়েছে। তাদের মামলাও প্রত্যাহারের দাবি জানানো হয়।
সোমবার বেলা ১১টায় শহরের চৌরাস্তায় মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা আকবরের পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২২ এর শিক্ষার্থী মেহেদী হাসান মিরাজ হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতার না করে মিরাজের সাথে যারা আহত হয়েছিল, তাদের গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত না করেই নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর ছেলে-নাতিসহ পরিবারের সকলকে গ্রেফতার করে জেলে দেওয়া হয়েছে। তদন্ত না করেই জেলে দিয়ে একজন মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আর উনি বৃদ্ধ মানুষ, অনেক অসুস্থ। তাই ঘটনার সুষ্ঠু ও সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডর সুবোধ চন্দ্র রায়, সাবেক সাংগঠনিক কমান্ডর আমিনুল ইসলাম বুলু, মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, শংকর কুমার দে ও মুক্তিযোদ্ধা আকবর আলীর পরিবারের সদস্য হারুন অর রশিদ প্রমুখ। মানববন্ধনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা আকবর আলীর পরিবারের সদস্যে ও প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই