বগুড়ায় দই তৈরিতে স্যাকারিন ও বেকারি পণ্য তৈরিতে কাপড়ের রং মেশানোর দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১টায় বগুড়ার শেরপুর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানাকৃত দুই প্রতিষ্ঠান হলো উপজেলার হাজিপুর সিজান দই ঘর ও জাফর সুইটস।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বগুড়ার শেরপুর উপজেলায় হাজিপুরে দই প্রস্তুতকারক কারখানা ও বেকারি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দই তৈরিতে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিন দেয়ার অপরাধে সিজান দই ঘরকে মালিক বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা এবং কাপড়ের রং দিয়ে বেকারি খাদ্য প্রস্তুতের অপরাধে জাফর সুইটস এর মালিক মো. আবু জাফর কে ১০ হাজার টাকাসহ জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম