বগুড়ার শেরপুরে পুলিশ পরিচয়ে ধান-চাল ব্যবসায়ীকে আটকের পর দুই লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমত গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, গত সোমবার বেলা বারোটার দিকে শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। এরপর টাকা নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশ দিয়ে আরেকটি ব্যাংকে যাচ্ছিলেন। একপর্যায়ে ব্যাংকের সামনে পৌঁছা মাত্রই অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দেন। সেই সঙ্গে ওই ব্যবসায়ীর নিকট জাল টাকা রয়েছে-এমন দাবি করে তাকে আটক করে মহাসড়কের পশ্চিমপাশে নিয়ে যান। পরে তার শরীর তল্লাশি করেন ওইসব দুবৃত্তরা। এরপর তার নিকটে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ওই ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দিয়ে দুইটি প্রাইভেটকারযোগে তারা চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ায়ী আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ সদস্য বলে পরিচয় দেন তারা। তাই কোনো কিছু বুঝে ওঠার আগেই টাকাগুলো ছিনিয়ে নেন। পরে প্রাইভেট কার নিয়ে দ্রুত সটকে পড়েন। একটি প্রাইভেটকার ঢাকার দিকে এবং আরেকটি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। মূলত তারপরই ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরেই চিৎকার করতে থাকি। এসময় লোকজন এগিয়ে এলেও দুর্বৃত্তরা চলে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাটি প্রাথমিকভাবে প্রতারক চক্রের কাজ বলেই মনে হচ্ছে। কিন্তু যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুন, তাদেরকে চিহিৃত করে দ্রুততম সময়ের মধ্যেই আইনের আওতায় আনা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/হিমেল