খাগড়াছড়িতে সাংবাদিকতায় ‘ফ্যাক্ট চেক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট এর উপ-পরিচালক জাকির হোসেন। প্রশিক্ষণে দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত।
বিডি প্রতিদিন/কালাম