টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের ৯৯ কিশোরীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা রহমান শিশির।
'ইএএলজি প্রকল্পের সুফলে নাগরিকের দুয়ারে জনপ্রতিনিধি' উল্লেখ্য পূর্বক প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা রহমান শিশির বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জবাবদিহি বাড়াতে হবে। ‘জবাবদিহিতা নিশ্চিত করলে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে’। সেই লক্ষ্যে রাজশাহীতে স্থানীয় সরকারের ইএএলজি প্রকল্প ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সফলতার সঙ্গে কাজ করছে। এই প্রকল্প ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ, নারী ও শিশুবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কারিগরি সহায়তা প্রদান করছে। ফলে ইউনিয়ন পরিষদগুলো এখন মানুষের কাছে জনবান্ধব সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
এ সময় প্রধান অতিথি আরও বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষে ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র ও মেধাবী ৯৯ জন কিশোরীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এতে তারা উপকৃত হবেন এবং ভবিষ্যৎ চলার পথ শুভ হবে।
জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহানা আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম আবু সুফিয়ান।
অনুষ্ঠানে ইএএলজি প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন রাজশাহীর ডিএফ আবু হেনা মোস্তফা কামাল।
উল্লেখ্য, ইএএলজি প্রকল্পের আওতায় বাগমারা উপজেলার পরিষদ ও নারী উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ৯৯ জন কিশোরী সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত