চিত্র শিল্পীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে নেত্রকোনায় এই প্রথম শিশু চিত্র শিল্পীদের “আদ্যক্ষর চিত্র প্রদশনী” আয়োজন করা হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজ পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মিতালী সংঘের কার্যালয়ে স্কুলের ৫ শিক্ষার্থীর আঁকা ছবি নিয়ে ‘আদ্যক্ষর চিত্র প্রদর্শনী’ নামে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনে ১৬টি ছবি প্রদর্শন করা হয়। তিন দিনব্যাপী প্রদর্শীতে বিক্রি হওয়া ছবি দিয়ে দুস্থ শিশুদের শীতবস্ত্র দেয়া হবে বলে জানান আয়োজকরা। শহরের বিভিন্ন স্কুলের শিশুরা এই চিত্র প্রদর্শনীতে অংশ নেয়। দশম শ্রেণির শিক্ষার্থী তৃণিষা তালুকদার এই আদ্যক্ষর প্রদর্শনীর আহ্বায়ক।
তিন দিনব্যাপী প্রদর্শনী উপলক্ষে মিতালী সংঘের কার্যালয়ে আদ্যক্ষরের উদ্বোধন করেছেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার। এছাড়াও আলোচনায় অন্যদের মধ্যে ছিলেন চিত্রশিল্পী মরহরম আলী তালুকদার, শিক্ষক হারুন অর রশীদ।
বিডি প্রতিদিন/এএম