নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর অসাবধানতার কারণে খাটের চিপায় পড়ে আরাফাত হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আরাফাত হোসেন উপজেলার কৃষ্ণগোপালপুর গ্রামের আবু বক্করের ছেলে।
নিহতের দাদা দিলবর রহমান জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই যে যার মত ঘুমিয়ে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই বৃষ্টি আসে। ওই সময় বাড়ির সামনের মাঠে বেশকিছু সিদ্ধ করা ধান ছিল। বৃষ্টির পানিতে যেনো ধানগুলো না ভিজে, সে কারণে তিনি তার ঘর থেকে বেড়িয়ে পলিথিন দিয়ে ধানগুলো ঢাকার জন্য তার ছেলে আবু বক্করকে ডাকাডাকি করতে থাকেন।
তার ডাকে সাড়া দিয়ে ছেলে আবু বক্কর রাত পৌনে ১টার দিকে ঘর থেকে বেরিয়ে আসার সময় নাতি রবিউল ইসলাম ওরফে আরাফাত হোসেনকে খাটের চিপায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে নিহত আরাফাতের লাশ ঘরের ভেতর থেকে উদ্ধার করে বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই