হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামে মাটির নিচে মিলল পরিত্যক্ত একটি হ্যান্ড গ্রেনেড। খবর পেয়ে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করেছে। বুধবার দুপুরে চুনারুঘাট থানা আঙিনায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে ঢাকার একটি বোম ডিসপোজাল ইউনিট।
জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খোঁড়ার কাজ করছিলেন। এক পর্যায়ে হঠাৎ করে সে একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পরে সে বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, হ্যান্ড গ্রনেডটি নিষ্ক্রিয় করেছে ঢাকার একটি বোম ডিসপোজাল ইউনিট। ধারণা করা হচ্ছে, এই গ্রেনেড মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এমআই