ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দেড় মণ গাঁজা ও ২শ ৪২ বোতল ফেন্সিডিলসহ মো. ইমন (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার ভোর রাতে সদর উপজেলার মালিহাতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব জানায়, ইমন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মালিহাতা এলাকায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালিয়ে সাড়ে ৫৩ কেজি গাঁজা ও ২শ ৪২ বোতল ফেন্সিডিলসহ ইমনকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
র্যাব ১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, আটকৃত ইমনের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম