মজুরদের ৬০ বছর হলেই পেনশন প্রদান, পল্লী রেশনিং চালু, গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, গাইবান্ধা জেলা শাখা বৃহস্পতিবার গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শহরের ডিবি রোডের ১নং রেল গেট থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিপুল, গোবিন্দগঞ্জে উপজেলা শাখার দেলোয়ার হোসেন, ওয়াহেদুন্নবী মিলন, পলাশবাড়ীর হামিদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। তারা দাবি করেন, অবিলম্বে ৬০ বছরের উর্ধ্বে ক্ষেতমজুরসহ সকল ব্যক্তিদের পেনশনের আওতায় আনতে হবে, ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালু করতে হবে এবং গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করতে হবে।
বিডি প্রতিদিন/এএম