চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ১০ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে শেখ হাসিনা সেতু থেকে মহানন্দা সেতু পর্যন্ত ৯০৬মি. সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় শেখ হাসিনা সেতুর মীরের খৈলান নামক স্থানে সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শেখ হাসিনা সেতুর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শাহানুর।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক মোঃ শাহানুর, এলজিইডির স্থানীয় নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান, কাউন্সিলর আব্দুল হাই প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন