দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে ৩০ জন শ্রমিকের পরিবারের প্রতিজনকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি।
অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. এনামুল হক, আলহাজ্ব মো. তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পদক শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সাহাবুব আলমসহ অন্যান্য সদস্য ও মৃত শ্রমিকের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি জানান, এর আগে শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল হতে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অনুদান দেয়া হতো। কিন্তু বর্তমানে সেই অনুদান বৃদ্ধি করে নগদ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ