ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের সাথে কর্মরত উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় পরবর্তী উপজেলার ৮টি কিশোর-কিশোরী ক্লাবের ৮০ জন্য কিশোরীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফরিদপুরে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফরিদপুর জেলা হবে আধুনিক ও স্মার্ট এবং শিক্ষক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
মতবিনিময় সভায় নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অনুভুতি ব্যক্ত করে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সহকারী কমিশনার(ভুমি)শামীম আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভুইয়া, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান ও সুধির কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মোঃ আসলাম মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, জেলা পরিষদ সদস্য আকরামুল করিম আকরাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম