চোরাইকৃত ১৯১টি স্মার্টফোনসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের ক্রাইম এন্ড অপস ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলায় লাইভ টেলিকম নামের দোকানে অভিযান চালিয়ে এসব স্মার্টফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামীরা স্বীকার করছে যে তারা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল কারবারিদের যোগসাজশে দীর্ঘদিন ধরে এসব চোরাই মোবাইল বিক্রি করে আসছে।
এ ঘটনায় আটককৃতরা হলেন- চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম এবং বরইতলী এলাকার আবু তাহের। এসব চোরাকারবারি এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম