কক্সবাজারের চকরিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯১টি চোরাই মোবাইলসহ দুই সহোদর ও এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে চকরিয়া পৌরশহরের তিনটি দোকান থেকে চোরাই মোবাইলসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বনজাগির পাড়া এলাকার রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), শহীদুল ইসলাম (১৯) ও কর্মচারী আবু তাহের (২০)।
জানা যায়, সাইফুল ইসলাম ও তার ছোট ভাই মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চোরাই ও অবৈধ পথে আসা মোবাইল ব্যবসা করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশের একটি দল তাদের তিনটি দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৯১টি এনড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়। এসব মোবাইল সেটের আনুমানিক মুল্য ২৮ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, চোরাই মোবাইল উদ্ধার ও আটকের ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই জাহেদুল ইসলাম আরমান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এএম