দিনাজপুরের বিরল পৌরসভা, রাজারামপুর ইউপির নির্বাচন এবং ভান্ডারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপ-নির্বাচন একটি কেন্দ্র ছাড়া সকল কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে বিরল পৌরসভার ৯নং ওয়ার্ডে বর্ম্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কর্তৃক ফলাফল ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে এক কাউন্সিলর পদপ্রার্থী ও তার কর্মী সমর্থকরা আইন শৃংখলা বাহিনীর উপর হামলা চালিয়ে একটি মাইক্রোবাস ও ২টি মটরসাইকেল ভাঙচুর করেছে। এঘটনায় আইন শৃংখলা বাহিনীর ৩ জন সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার বিরল পৌরসভা, রাজারামপুর ইউপি’র নির্বাচন এবং ভান্ডারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উপ-নির্বাচন একটি কেন্দ্র ছাড়া সকল কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়ছে। এ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, বিরল উপজেলার রাজারামপুর ইউপির চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগের সভাপতি মুকুল চন্দ্র রায় ৬৩৫০ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান হিরা ঘোড়া মার্কা নিয়ে পেয়েছেন ৩৮২০ ভোট।
এদিকে বিরল পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার কারণে মেয়র পদে এ পৌরসভায় ভোট গ্রহন করা হয়নি।
তবে বেসরকারি ফলাফলের ভিত্তিতে সংরক্ষিত ১-২-৩ নং ওয়ার্ডে মনছুরা বেগম (আনারস মার্কা) ৪-৫-৬ নং ওয়ার্ডে মিনারা বেগম (আনারস মার্কা) এবং ৭-৮-৯ নং ওয়ার্ডে সুফিয়া খাতুন (অটো রিক্সা মার্কা) নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর চন্দ্র কান্ত চন্ডী, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোবারক আলী, ৩নং ওয়ার্ডে রেজওয়ানুল হক, ৪নং ওয়ার্ডে মামনুর রশীদ, ৫নং ওয়ার্ডে মমিনুল হক, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আইনুল হক, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শমসের আলী, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম রব্বানী এবং ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আরিফ হোসেন সাধারণ কাউন্সিলর হিসাবে বেসরকারি ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
ভান্ডারা ইউপি’র ৫নং ওয়ার্ডের উপনির্বাচনে সাধারণ সদস্য হিসাবে সাবেক সেনাসদস্য কলিম উদ্দীন নির্বাচিত হয়েছেন।
অপরদিকে বিরল পৌরসভার ৯নং ওয়ার্ডে বর্ম্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা দেওয়ার পর কাউন্সিলর পদ প্রার্থী মামুনুর রশীদ ও তার কর্মী সমর্থকরা আইন শৃংখলা বাহিনীর উপর হামলা চালিয়ে একটি মাইক্রোবাস ও ২টি মটর সাইকেল ভাংচুর করে। এসময় আইন শৃংখলা বাহিনীর ৩জন সদস্য আহত হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা নিশ্চিত করে জানান, বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএ