ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও আলফাডাঙ্গা সদর, গোপালপুর ও বুরাইচ ইউপি নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আলফাডাঙ্গা পৌরসভা এবং বুরাইচ ও গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে হেরেছেন।
শুধুমাত্র আলফাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল নির্বাচিতহয়েছেন।
আলফাডাঙ্গা পৌরসভায় ৪,৯৪২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (নাড়কেলগাছ) মো. আলী আকসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মো. সাইফুর রহমান পেয়েছেন ৩,৬৬০ ভোট।
আলফাডাঙ্গা সদর ইউনিয়নে খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী সোহরাব হোসেন। তিনি পেয়েছেন ১,৯৯০ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামান (চশমা) পেয়েছেন ১,৮৪৬ ভোট।
গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল খান (চশমা) ৫,২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইনামুল হাসান পেয়েছেন ২,৬৭১ ভোট।
বুরাইচ ইউনিয়নে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল ওয়াহাব মিয়া (আনারস) ৩,৮৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আব্দুল আলিম খান পেয়েছেন ৩,১৮৩ ভোট।
বিডি প্রতিদিন/এএ