ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাঝনদীতে আটকা পড়েছে ৩টি ফেরি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে রাত থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শরীয়তপুর ফেরিঘাটের কাছাকাছি চ্যানেলে মাঝনদীতে কস্তুরী, কামিনী ও কুমারী নামে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কমলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ