রাজধানীর দারুস সালাম থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মো. জসিম উদ্দিন (৪৫) যশোর কোতোয়ারী থানা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ১টায় পশ্চিম শিমুলিয়া মাওয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করে।
শুক্রবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন (৪৫) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১২ সালের ২৫ জুলাই রাজধানীর দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে তিনি ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন। পরবর্তী সময়ে মামলাটির বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সময়ে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর পর থেকে জসিম মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পশ্চিম শিমুলিয়ায় মাওয়া ঘাট এলাকায় মুদির দোকানদারি করে আসছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন