গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে কালো রঙের একটি পুরোনো মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ২ নম্বর কাটাবাড়ি এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান, বিকেলে ২ নম্বর কাটাবাড়ি এলাকার মকবুল হোসেনের জমিতে খনন করছিল শ্রমিকরা। এ সময় মূর্তিটি দেখতে পান তারা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মূর্তিটিতে লোহা বা লোহাজাতীয় কোনো দ্রব্য ধরলে আকর্ষণ করছে। এতে বোঝা যায়, মূর্তিটি চুম্বকীয় ক্ষমতাসম্পন্ন। তবে এটি কষ্টিপাথর কি না, তা যাচাই-বাছাই করলে জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল