ব্রিটিশবিরোধী সংগ্রামী টংক আন্দোলনের মহানায়ক মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের অন্যতম উপদেষ্টা শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ৩২তম প্রয়াণ দিবসে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজন করা হয়।
শনিবার বেলা ১২টায় দুর্গাপুরের বাগিচাপাড়ায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর ও টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কমিউিনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান ও স্থানীয় নেতা দুর্গাপ্রসাদ তেওয়ারী।
এ উপলক্ষে সাতদিনব্যাপী মেলার উদ্বোধন করেন কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক দুর্গাপ্রসাদ তেওয়ারী। পরে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দুর্গাপুর পৌর এলাকা প্রদক্ষিণ করা হয়। কমরেড মণি সিংহ স্মরণে শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধাসহ সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। প্রতি বছরের ন্যায় এবারো নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহ এর বিপ্লবী জীবনাচার তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়।
মেলার কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যাপক এম এম আকাশ স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, কমরেড মণি সিংহের জীবন ও সংগ্রাম, নারী অধিকার ও আন্দোলন, মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ, স্থানীয় সরকার ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ, প্রেক্ষিত বাংলাদেশ, গণতান্ত্রিক অধিকার ও আগামী দিনের বাংলাদেশ, বিশ্ব অর্থনৈতিক মন্দা প্রেক্ষিত বাংলাদেশ ও বাংলাদেশের তরুণ সমাজ সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা হবে প্রতিদিন। এতে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করবেন।
মেলার প্রথম দিনে মেলা প্রাঙ্গণে তেমন দর্শানার্থী আনাগোনা না থাকলেও পরবর্তীতে বাড়তে থাকবে বলে জানান আয়োজক ও মেলায় আসা বিভিন্ন ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/কালাম