শরীয়তপুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সদর উপজেলার প্রশাসন। জেলা প্রশাসক পারভেজ হাসানের নির্দেশে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যৈাতি বিকাশ চন্দ্র।
ইউএনও জ্যৈাতি বিকাশ চন্দ্র বলেন, এই শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা অনেক কষ্টে আছে। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। আমরা প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছি। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল