লক্ষ্মীপুরে-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এএফ জসিম উদ্দিন আহমেদ (ট্রাক প্রতীক) ও লক্ষ্মীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তার (ট্রাক প্রতীক) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে পৃথকভাবে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সভা করেন তারা।
লক্ষ্মীপুর- ২ আসনের প্রার্থী জসিম উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন সমন্বয়ক আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন আহমেদ ও মামুনুর রশিদ। জসিম ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ‘আমরা ক’জন মুজিব সেনা’র প্রতিষ্ঠাতা সভাপতি।
এএফ জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘কালো টাকার ছড়াছড়িতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ পরিবর্তন ঘটাবে।’
লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী সাত্তারের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুলসহ কয়েকজন। সাত্তার রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।
এমএ সাত্তার বলেন, নৌকার প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি ও আমার কর্মীরা শান্তিতে বিশ্বাস করি। পরিস্থিতি যেমনই হোক আমি নেতাকর্মীদের সঙ্গে আছি। তাদের ছেড়ে কখনও যাইনি, যাবও না।
বিডিপ্রতিদিন/কবিরুল