আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন।
বুধবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে ফরহাদ হোসেন বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্যসহ নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই