জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী হন। ৭ জানুয়ারির পর ইনশাল্লাহ তিনি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
বৃহস্পতিবার মাদারীপুর-১ (শিবচর) আসনে ভান্ডারীকান্দিতে নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।
নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তার পরিবারকে শেষ করতে চেয়েছিল। এখন বঙ্গবন্ধু কন্যা পৃথিবীর মধ্যে রেকর্ড করবেন পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে। এটা একটা বিশ্ব রেকর্ড হবে। ধারাবাহিকভাবে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড পৃথিবীর অনেক দেশে নেই। এটাও একটা রেকর্ড হবে।
চিফ হুইপ আরও বলেন, ইচ্ছা করলেই আপনি কারও পরিবারকে শেষ করতে পারেন না। গুলি করে খুন করেই একটা পরিবার শেষ হতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা করতে পারছেন, তার পরিবারকে হত্যা করেছেন। কিন্তু তার আদর্শকে কেউ এ দেশ থেকে হত্যা করতে পারেনি। যার কারণে আওয়ামী লীগ এখনও অনেক শক্তিশালী।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। এ দেশের উন্নয়নের জন্য স্বপ্ন দেখেছেন ও কাজ করেছেন। বঙ্গবন্ধুর মেয়ে তার বাবার চোখে এ দেশ দেখে বাবার অসম্পন্ন কাজ করছেন।
এদিন তিনি ভদ্রাসন ও ভান্ডারীকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ ও জনসভায় অংশ নেন। ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল