রংপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলার কসবাতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রংপুরের পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ কৃষিবিদ ড. মোহাম্মদ শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকার ফাইবার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট বিভাগ, সিএসও (চলতি দায়িত্ব) ড. মো. আবুলফজল মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের সরেজমিন গবেষণা বিভাগের ইনচার্জ কৃষিবিদ ড. মো. আল-আমিন হোসেন তালুকদার।
প্রধান অতিথি বলেন, বিজেআরআই উদ্ভাবিত নাবী পাট বীজ উৎপাদন প্রযুক্তির মাধ্যমে মাত্র চার মাসে উন্নতমানের পাট বীজ উৎপাদন সম্ভব। কিন্তু রবি মৌসুমে বেশি দামের রবি শস্য চাষের কারণে কৃষকরা পাট চাষে আগ্রহী হয় না। ফলে চাহিদা অনুযায়ী তোষা পাটের বীজের উৎপাদন বহু বছর ধরে বাড়েনি। এ কারণে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার বিনিময়ে পাট বীজ আমদানি করেই তার চাহিদা মেটাতে বাধ্য হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পাট বীজ উৎপাদনে নাবী পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এ প্রযুক্তি আমাদের পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করছে।
অনুষ্ঠানে আরওউপস্থিত ছিলেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুরঞ্জন সরকার ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: রিশাদ আব্দুল্লাহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল