বন্দি খাঁচা থেকে রক্ষা পেয়ে ৬টি ঘুঘু পাখি মুক্ত আকাশে উড়ল। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবন চত্বরে পাখিগুলো অবমুক্ত করেন ইউএনও মাহমুদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে পৌর শহরের মুরগীহাটি বাজারে পাখিগুলো কেনা-বেঁচার সময় উদ্ধার করেন স্থানীয় পরিবেশ কর্মীরা। বাজারে আগত জনসাধারণকে সচেতনতার পাশাপাশি আর কোন দিন পাখি কেনা-বেঁচা করবে না মর্মে মুচলেকা নিয়ে মাহমুদ আলী নামের এক পাখি বিক্রেতাকে ছেড়ে দেয়া হয়
বিডি প্রতিদিন/এএম