ভোলা-১ সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা অনুষ্ঠিত হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন তা হলে আমরা ভোলাকে শিল্পনগরীতে রূপান্তরিত করবো।
বৃহস্পতিবার বিকালে সদর উপজলোর শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকায় এক নির্বাচনি পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই গ্যাসের মধ্য দিয়ে ভোলায় শিল্পকারখানা গড়ে তোলা হবে। ভোলা হবে দেশের মধ্যে প্রধান শিল্পনগরী। তোফায়েল আহমেদ বলেন, যদি ভোলা-বরিশাল ব্রিজ করতে পারি আর গ্যাস ভিত্তিক ইন্ডাস্ট্রি যদি করতে পারি তা হলে ভোলাটা হবে বাংলাদেশের মধ্যে শিল্প জেলা। এখানে অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। অনেক মানুষের কর্মসংস্থান হবে।
এ সময় শিবপুর ইউনয়িন আওয়ামী লীগ সভাপতি আবুল বাসেত মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ