নীলফামারীতে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসন ও নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা আক্তার।
অনুষ্ঠানে জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ফরহাদ বাদশা ও সারা মিলিটা ঢালিকে সম্মাননা ক্রেস্ট এবং সুরাইয়া আক্তার শিউলি ও সুবা তাসনিমকে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই