আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বিভিন্ন আসনে বিভিন্ন মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণা চলছে। দিনাজপুরের ছয়টি আসনের সড়কসহ বিভিন্ন অলি-গলিতে পোস্টারে ছেয়ে গেছে। শীতকে উপেক্ষা করে প্রচারণা প্রার্থীদের বেড়েছে।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের চিরিরবন্দরের কয়েক গ্রামে গণসংযোগ করেছেন আম মার্কা নিয়ে এনপিপি পার্টির প্রার্থী আজিজা সুলতানা।
এছাড়াও এ আসনে শুক্রবার রাতে চিরিরবন্দরে নৌকা মার্কার প্রার্থীর আয়োজনে বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের নৌকা মার্কার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বাবার জন্য নৌকা প্রতীকে ভোট চাইতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট চেয়ে গণসংযোগ চালিয়েছেন ৭ বারের সংসদ সদস্য আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজারের দুই কন্যা প্রকৌশলী ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান সিমলা। শীত উপেক্ষা করে তারা প্রতিদিন সকাল থেকে রাত অবধি নিরলসভাবে দুই উপজেলার স্কুল-কলেজ, পাড়া, মহল্লার বাড়ি বাড়ি গিয়ে বাবার জন্য নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন তার দুই কন্যা। তাদের দুই বোনের সরব প্রচারণায় এলাকায় চমক সৃষ্টি করেছেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে শুক্রবার রাতে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউপির বিভিন্ন জায়গায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষে জিন্দাপীর বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি। সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাতোর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ