কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাবে সদস্য ১০ হাজার পেরিয়ে গেছে। ফেসবুকে যোগাযোগ করে এই ক্লাবের সদস্যরা বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করে থাকেন। ২০১৯ সালে আশিক হাসান ও রাকিব হোসেনের ফেসবুকে গ্রুপ খুলে এই মহতি কাজ শুরু করেন।
“তুচ্ছ নয় রক্ত দান বাঁচাতে পারে একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে কাজ করে কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব। কুষ্টিয়াসহ সারাদেশে স্বেচ্ছায় রক্তদান ও রক্ত সংগ্রহ করে দিতে ক্লাবের রয়েছে ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসে কেক কেটে ১০ হাজার সদস্য পূর্ণ হওয়া উদযাপন করেন। কার্যনির্বাহী সদস্য রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা জাভেদ নাছিম, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক শুভ ইসলাম, সহ-সভাপতি হিরক খান, কোহিনুর ইসলামসহ অনেক সদস্য।
বিডি প্রতিদিন/এএ