বরিশাল বিভাগের ৩টি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচন কমিশনের একপেশে আচরণ, ক্ষমতাসীনদের পেশি শক্তির ব্যবহার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা।
রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সরকারি বরিশাল কলেজ রোডের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির এক কর্মীসভা শেষে এই ঘোষণা দেন ওই ৩টি আসনের প্রার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৮৭টি আসনে প্রার্থী দেয় জাতীয় পার্টি। এর মধ্যে বরিশাল জেলার ৬টি আসনেই প্রার্থী রয়েছে তাদের। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এবং বরিশাল-৫ (সদর) দুটি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
বরিশালে জাতীয় পার্টির কর্মীসভা শেষে বরিশাল-২ ও বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার দাবি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচন কমিশন সরকারের পক্ষপাতদুষ্ট। এই নির্বাচন ভাগাভাগি ও প্রহসনের নির্বাচনের দিকে যাচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, সাক্ষী হিসেবে থাকতে চান তিনি। তাই বরিশাল-২ ও বরিশাল-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।
একই কারণে বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুর রহমান। তিনি বলেন, তার ভালো লাগেনি, তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যারা প্রতিদ্বন্দ্বিতায় আছে তারা দেখুক ৭ জানুয়ারির নির্বাচন কতটা সুষ্ঠু হয়।
অনুষ্ঠানে বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন