মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। এতে বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রবিবার দুুপুরে শহরের শায়েস্তানগর ঈদগাহ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় নিমতলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ ও ব্যারিস্টার ইফাত জামিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এমপি আবু জাহির বলেন, বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে প্রতিবছর শহরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/এএ