বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে গণসংযোগ করেছেন সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। রবিবার দুপুরে চরমোনাই দরবার শরীফের মসজিদে জোহরের নামাজ আদায় করেন তিনি। এর আগে ও পরে তিনি চরমোনাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করেন।
নামাজ শেষে জাহিদ ফারুক চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং তার ভাই ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় এবং গণসংযোগকালে জাহিদ ফারুক দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানান।
এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবুল তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ